গান: আল জেহাদ আল জেহাদ
কথা ও সুর: আবুল কাশেম
আল জেহাদ আল জেহাদ
জেহাদ জেহাদ জেহাদ
জেহাদী জীবন
জেহাদ হল মুমিনেরই বৈরাগ্য সাধন ॥
লা-ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ কালেমার বিপ্লবী ঘোষণা
এই কালেমায় জীবন চালনা
আল জেহাদ ফী সাবীলিল্লাহ ॥
চিন্তা চেতনায় কথা ও কাজে
ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজে
নিঃশ্বাসে বিশ্বাসে জীবনের সবখানে
আল্লার দ্বীনে চলাই জেহাদের মানে ॥
মানবদেহের শিরায় শিরায়
ইবলিসেরই বিচরণ ভাই
নফসের সাথে অবিরাম তাই
চলছে মুমিনের জেহাদী লড়াই ॥
যে জন জীবনে জেহাদ করে না
জেহাদ করার নিয়ত করে না
নামাজ রোজা সে যাই করুক পালন
এই আকীদায় হবে
মোনাফেকির মরণ ॥