গান: আসলো ফিরে ঈদের খুশি সবার ঘরে ঘরে
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
আসলো ফিরে ঈদের খুশি সবার ঘরে ঘরে
সুরমা আতর মাখো সবাই নতুন জামা পরে ॥
আজ ভেদাভেদ আর নহে
কাঁধে কাঁধে কাঁধ মিলাও
যাও ছুটে যাও ঈদগাহে
বুকে বুকে বুক মিলাও
ধনী গরিব এক হয়ে যাও
অন্তরে অন্তরে ॥
আজ এতিম আর অসহায়
কাঁদবে না একা বসে
কে আছো সামর্থ্যবান
একটু দাঁড়াও তার পাশে
ঈদের দিনে নাও করে নাও
মেহমান যে তারে ॥