গান: আহলান সাহলান সুস্বাগত রমজান
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক
আহলান সাহলান সুস্বাগত রমজান
মানুষের দ্বারে কড়া নেড়ে নেড়ে
আবার এলো রমজান
এসো সাম্যের তরে এসো মুক্তির তরে
সব মানুষের ঘরে ঘরে ॥
বছর ঘুরে এলো এই মাস
হৃদয় জমিন করে নাও চাষ
রহমতের বরকতেরই
মাগফেরাতের এই রমজান ॥
রোজার কীমত সারা জীবন
ফুলের মত গড়বে মনন
খুঁজে নাও সেই মহা রজনী
খুঁজে নাও সেই মহা সাম্যের
মহান প্রভুর রহম-দান ॥