গান: ইফতার করি এসো বসে
কথা: সুমন শামস
সুর: সুমন আজীজ


ইফতার করি এসো বসে
এসো এসো রোজাদার
খাবার হবে পরিবেশন
খুব সুস্বাদু মজাদার ॥

চপ বেগুনি আর পেয়াজু
ইফতারে যার নেই জুড়ি
আছে আরো মটর ছোলা
জিলেপি আর ঝালমুড়ি
এসো সবাই মিলে খাই
কষ্ট ভুলে যাই রোজার ॥

খুরমা খেজুর আপেল আঙ্গুর
ইফতারে যা প্রয়োজন
ফিরনি সেমাই রসমালাই
তারো আছে আয়োজন
এসো মজা করে খাই
কষ্ট ভুলে যাই রোজার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *