গান: ইফতার সমুখে যখন রোজাদার
কথা: মাহফুজ বিল্লাহ শাহী
সুর: মশিউর রহমান
ইফতার সমুখে যখন রোজাদার
না হলে সময় করে না ইফতার
তখন ফেরেশতাদেরকে ডেকে
জান কী বলেন প্রভু ডেকে ডেকে ॥
তোমরা বলেছিলে মানুষ সৃজন করো না
রক্তপাত আর হানাহানি ঘটাবে
সেই না ধরায় দেখো তোমরা চেয়ে
বান্দাগুলো শুধু আমার ভয়ে
ক্ষুধার জ্বালায় তবু করে না আহার ॥
শবে-কদরের খোঁজে আবার যখন
এই বান্দাগুলো রাত্রি জাগে
তখন আবার প্রভু ফেরেশতাদের
কী বলেন জান কি জান কি সবে ॥
আমাকে ইবাদাত তোমরাই করবে শুধু
বলেছিলে তোমরা সেদিন জানি
এখন দেখো চেয়ে আমার ভয়ে
বান্দাগুলো ফেলে চোখের পানি
কেঁদে কেঁদে চায় করুণা আমার ॥