গান: ঈদ এলো আবার
কথা ও সুর: আহমদ আল আমিন
ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আবার
খুশির ঝর্ণা আনলো বয়ে অন্তরে সবার।
হৃদয় দুয়ার খুললো আজই
হাসলো রঙিন পাখায়
কষ্টগুলো হারিয়ে গেলো
সুখের শাখায় শাখায়
বুকে বুকে বুক মিলায়ে
ঘুচবে দুঃখ অনিবার।
ধনী গরিব এক হয়ে যায়
ঈদের মহা ছোঁয়ায়
দ্বারে দ্বারে খুশির আমেজ
জান্নাতী সুষমায়
নতুন চাঁদের আগমনে
আসুক সুখ সমাহার।