গান: ঈদ এলো রে ঈদ এলো রে
কথা: আজিজুর রহমান
সুর: গোলাম মাওলা
ঈদ এলো রে ঈদ এলো রে
আসলো আবার ঈদ
খুশির হাওয়ায় মন উড়ে যায়
নাই নয়নে নিদ ॥
রঙ্গীন সোনার জরিন আশায়
শিরিন হাওয়া স্বপ্ন জাগায়
মনের বনে দোল দিয়ে যায়
বেহেশতি উম্মিদ ॥
আনন্দ আজ ছড়িয়ে গেলো
জমিন ও আসমানে
সেই খুশি যে দেই ছড়িয়ে
আজকে সবার প্রাণে।
খুশির গোলাপ নিরাশ বুকে
হাসির আতর সকল মুখে
উঠুক ফুটে সবার মনে
রওশানী জাদিদ ॥