গান: ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ
কথা: জাকির আবু জাফর
সুর: আসরারুল আজীজ নোমান
ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ
মুছে যায় জীবনের সব রেশারেশ
সারাটি বছর হোক ঈদের মতো
খুশি খুশি দিন যেনো হয় না শেষ ॥
ঈদ হলো জীবনের সুখের ছবি
ঈদ হলো জীবনের নতুন কবি
বুকে বুকে মিলে যাক সব মানুষে
মুছে যাক যত আছে হিংসা দ্বেষ ॥
হাতে হাত ধরো আজ ভুলে ভেদাভেদ
মনের আকাশে চাঁদ হাসুক সফেদ।
ঈদ হলো সাহসী জীবনের সুখ
মুছে দেয় অভাগীর যত সব দুঃখ
মেঘে মেঘে ভেসে যায় খুশির আমেজ
ভরে যাক আমাদের সবুজ স্বদেশ ॥