গান: ঈদ মানে তো খুশির খেলা
কথা: মোশাররফ হোসেন খান
সুর: গোলাম মাওলা
ঈদ মানে তো খুশির খেলা
ফুলের মতো গন্ধে দোলা
ছন্দে ঝরা বৃষ্টিধারা
টাপুর টুপুর টাপুর টুপুর
ঈদ মানে তো দেদোল দোলা
সকাল দুপুর সকাল দুপুর ॥
ঈদ মানে তো বিভেদ ভোলা
নদীর মতো হৃদয় খোলা
ঈদ মানে তো সাগর ভরা
খুশির খেলা আপন করা
ঝর্ণাধারা বয়ে যাওয়া
মনের নূপুর মনের নূপুর ॥
ঈদের দিনে সাম্য গড়ি
বিভেদ ভুলে আমরা লড়ি
আমরা লড়ি প্রেমের টানে
পাহাড় নদী সাগর পানে
সকল প্রাণে ছড়িয়ে দিতে
মিলন মধুর মিলন মধুর ॥