গান: ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব
কথা: আসাদ বিন হাফিজ
সুর: আরিফ হোসাইন
ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব
ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব
ঈদ মানে তো সেই সে খুশির দিন
ত্যাগের মহান পথ ধরে যা পেলো রে মুমিন ॥
ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো
ঈদ মানে তো নয় রে কেবল ঘুড়ি লাটাই সুতো
সিয়াম থেকে লুটলো যেজন খোদার মহা দান
ঈদ মানে তো তাদের তরে খুশি অফুরান ॥
ঈদের খুশি নয় রে জানিস মোটেই তাদের তরে
নাফরমানির পথে পথে যে জন সদা লড়ে
ইবরাহীমের মতোই যারা সব করে কুরবান
ঈদের খুশি তাদের তরে জীবন জাগার গান।
ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভর
ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পর
তারাই কেবল শুনতে পাবে ঈদের খুশির গীত
মুমিন যারা তাদের তরে আসে খুশির ঈদ ॥