গান: ঈদ মোবারক ঈদ মোবারক
কথা ও সুর: আ. সালাম
ঈদ মোবারক ঈদ মোবারক
আমির ফকির গরিব দুঃখী
নেই ভেদাভেদ সবাই সুখী
শত্রু-মিত্র হওরে সবাই এক।।
আজকের সকল দ্বন্দ্ব ফাসাদ যাও ভুলে
রবের রাহে কোরবানি দাও সব মিলে
মনের ভিতরে যে প্রশুটা
লুকিয়ে থাকে তুমি সেটা
কুরবানী দাও পরম অনুরাগ।।
ঘরে ঘরে সুখ পেল আজ পূর্ণতা
এ যেন বেহেশতি সুখের বার্তা
প্রানের সাথে প্রান মিলিয়ে
ভালোবাসা দাও বিলিয়ে
উঁচু-নিচু দুয়ারে খিল থাক।।