গান: উড়োজাহাজ উড়ো উড়ো
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
উড়োজাহাজ উড়ো উড়ো
রয় না বিমান বন্দরে
যায় হারিয়ে আকাশ পথে
সে-কি চলার ছন্দ রে ॥
যায় হারিয়ে আকাশ কি তাই
হায় রে তাহার ঠিকানা
নয় কভু নয় সেই কথাটি
নয়কো কারো অজানা ॥
উড়োজাহাজ যতই উড়ুক
তবু তাকে ফিরতে হয়
তোমার জীবন তেমনি ক্ষণিক
সে কথাটি মিথ্যে নয় ॥