উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের
কপোত উড়াই
পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ
ঝিনুক কুড়াই ॥

জীবনের চাষ করি দ্বিগুণ তিগুণ
ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাব আগুন
নিয়তির বাঁধ ভেঙে নির্মম প্রহরের
নিয়ম ঘুরাই ॥

পাঁজরের ভাঁজে ভাঁজে অগণন নক্ষত্র
সূর্যের সু-সময় দিয়ে গেল প্রজ্জ্বল
লহুলাল পত্র ॥

গাঙচিল প্রয়াসের ধূসর ডানায়
পদাতিক ইচ্ছেরা দাঁড় টেনে যায়
সাগরিক হৃদয়ের পংকজ উৎসবে
নগর জুড়াই ॥