গান: উষর মরুর ধূসর বুকে
কথা: আহমদ মতিউর রহমান
সুর: মশিউর রহমান
উষর মরুর ধূসর বুকে
ফুটলো আলোর ফুল
সে যে আমার মহান নবী
মুহাম্মাদ রাসূল ॥
ফুটলো সেতো ফুল হয়ে
আনলো সুবাস মৌ বয়ে
সেই ফুলেরই রওশনিতে
জাগলো নিখিল মহাকাশে
জ্যোতি যে অতুল ॥
আরব মরুর উষর বুকে
সে এক তারার ফুল
সে যে আমার প্রিয় নবী
মুহাম্মাদ রাসূল।
সেই জ্যোতিতে জগৎ আলো
দূর করিল আঁধার কালো
সাজিয়ে ডালা ফুলের মালা
আরব আযম ইরান তুরান
করেছ জয় অতুল ॥