এই গুনাহগার প্রভু
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

এই গুনাহগার প্রভু
দয়া ছাড়া কিছু চায় না
জ্বলে পুড়ে গেল বুক
সেরে দাও সব অসুখ
সওয়া যায় না ॥

শুনেছি রজনী এলে দিবস আসে
আলোয় আলোয় সারা ভুবন ভাসে
মেঘে ঢাকা এই মন
কাঁদে শুধু অনুক্ষণ
রোদ পায় না ॥

আর তো পারি না আমি বুক ভেঙে যায়
সান্ত¡না তুমি ছাড়া কে দেবে আমায় বলো।
তুমি তো সীমানা বিহীন অসীম অপার
অশেষ অথৈ তব দয়ার পাথার
দুটি হাত পেতে পেতে
সে দয়ার কিছু নিতে
বড় বায়না ॥