এই দুর্যোগে এই দুর্ভোগে আজ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

এই দুর্যোগে এই দুর্ভোগে আজ
জাগতেই হবে জাগতেই হবে তোমাকে
জীবনের এই মরু বিয়াবানে
প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে ॥

জড়তার দেশে দাও দাও হিন্দোল
বহাও বন্যা তৌহিদী হিল্লোল
অমারাত্রির সকল কালিমা মুছে
সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে ॥

এখানে এখনো জাহেলী তমদ্দুন
শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর
সজাগ শান্ত্রী প্রস্তুতি নাও নাও
প্রতিটি শিকড় উপড়াতে পরপর।
কুফুরীর ভিত ভাঙার সময় হলো
মরু সাইমুম আগুনের ঝড় তোলো
কুরআনের ডাকে বাতিলের ঝংকার
শেষ করতেই হবে করতেই হবে তোমাকে ॥