গান: এই দেশ মাটির গন্ধে
কথা: আজমীর আল আজম
সুর: ইকবাল হুসাইন
এই দেশ মাটির গন্ধে
ভরে যায় মন আনন্দে
মনে পড়ে যায় বীর শহীদের
রক্ত ঝরা সেই দিন ॥
লাখো শহীদের ত্যাগের বিনিময়ে
পেয়েছি রক্তিম সূর্য
সোনালি ঊষার সেই মহা দান
সবুজের মাঝে লাল কুঞ্জ
দেশের তরে এনেছি ছিনে
জীবন দিয়ে ঋণ ॥
বাংলা মায়ের কত রক্তে রাঙা
স্বাধীন দেশের পতাকা
দেশ মাটিকে রাখতে তাজা
বিবেক নাড়ায় সহসা
সোনালি স্বপ্নের বাংলাদেশে
সাম্যের গেয়ে যাই বীণ ॥