গান: এই ধরণী ঐ নীল আসমান
কথা ও সুর: নিয়াজ মাখদুম

এই ধরণী ঐ নীল আসমান
নদীর কলতান
সবাই গাহে নিরবধি
তোমার প্রেমের গান ॥

সাঁঝ সকালে পাখিরা সব
জপে তোমার নাম
ঝর্ণা ঝরে তোমার নামে
নিত্য অবিরাম
সাগর ঢেউয়ের মাঝে শুনি
তোমার গুণগান ॥

কোকিল ডাকে কুহুকুহু
মনের হরষে
তোমারই নাম শুনি প্রভু
মৃদু বাতাসে
ভ্রমর বলে গুনগুনিয়ে
তুমি মহীয়ান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *