গান: এই পৃথিবী ও তার সব সম্পদ
কথা ও সুর: আবুল কাশেম
এই পৃথিবী ও তার সব সম্পদ
জান্নাতে একটি সুঁই পরিমাণ জায়গার সমান নয়
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি আদাদা খালক্বিহি
ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ওয়া মিদাদা কালিমাতিহি ॥
জান্নাত কোন চোখ যা কখনো দেখেনি
কোন কান কখনো শুনেনি
কোন মন কখনো যা ভাবতেও পারেনি
চির সুন্দর চির শান্তির
চির সুখ-সমৃদ্ধির সর্বোত্তম আশ্রয় ॥
জান্নাত কত ফল ফুলের বাগিচা
কত রঙ বেরঙের গালিচা
কত হীরা পান্না সুরম্য রাজমহল
যার পাশ দিয়ে যার নিচ দিয়ে
কত প্রাণ জুড়ানো ঝর্ণাধারা বয়
কত প্রাণ জুড়ানো নদ-নদী বয় ॥