গান: এই সাইমুম হাওয়া এলোমেলো
কথা: আফসার নিজাম
সুর: রবিউল ইসলাম ফয়সাল
এই সাইমুম হাওয়া এলোমেলো
এই মরুভূমি করে ঝলমল
এই দেশ কেন আলোকিত হলো
কেউ জানে না কেউ জানে না
যেন আমেনার বুকে চুমে সে
ঐ চাঁদ দেখা দিল।
এই হুদহুদ পাখি উড়ে যায়
এই পাখি আজ কার কথা কয়
এই মরুবুকে কেন ফুল ফোটে
কেউ জানে না কেউ জানে না
সে যে নবুয়তি রঙ মেখে নিয়ে
সেই ফুল ঢেলে দিল।
এই সুরে ভরা পৃথিবীর গানে
এই কোটি কোটি মানুষের প্রাণে
কে যে কালিমার রং তুলি টানে
কেউ জানে না কেউ জানে না
তুমি তায়েফের মাটি লাল করে
হৃদয়ের আলো জ্বালো।