গান: একজন মুজাহিদ কখনো বসে থাকে না
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
একজন মুজাহিদ কখনো বসে থাকে না
একজন মুজাহিদ কখনো
বসে থাকে না
যতই আসুক বাধা
যতই আসুক বিপদ
ভেঙ্গে পড়ে না ॥
অর্থ বিত্ত নাইবা থাকল তার
নাইবা থাকল সাজানো সংসার
তবুও সে হয় না হতাশ
মুষঢ়ে পড়ে না ॥
একজন মুজাহিদ জীবনের
ধ্রুব সত্য জানে
তাই অবিরাম ছুটে চলে
সঠিক লক্ষ্য পানে।
শক্তি সম্বল নাইবা থাকল তার
দুশমন হলো না হয় বেশুমার
তবুও সে চলতে থাকে
থমকে দাঁড়ায় না ॥