একজন মুজাহিদ কখনো বসে থাকে না
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
একজন মুজাহিদ কখনো বসে থাকে না
যতই আসুক বাধা যতই আসুক বিপদ
ভেঙে পড়ে না ॥
অর্থ বিত্ত নাইবা থাকল তার
নাইবা থাকল সাজানো সংসার
তবুও সে হয় না হতাশ
মূষঢ়ে পড়ে না ॥
একজন মুজাহিদ জীবনের
আসল সত্য জানে
তাই অবিরাম ছুটে চলে
সঠিক লক্ষ্য পানে।
শক্তি সম্বল নাইবা থাকলো তার
দুশমন হল না হয় বেশুমার
সামনে থাকলো হাজার পাহাড় তার
দুশমন হল না হয় বেশুমার
তবুও সে সামনে চলে
থমকে দাঁড়ায় না ॥