গান: একটি শিশু তাকিয়ে থাকে
কথা ও সুর: দিদারুল ইসলাম

একটি শিশু তাকিয়ে থাকে
নীল আকাশের পানে
পুলকে তার হৃদয় নাচে
পাখির কলতানে।

আকাশ ভরা চন্দ্র তারা কার কথাতেই ওঠে
কার কথাতে ফুল পাখিরা পাপড়ি মেলে ফোটে
কার ইশারায় বৃষ্টি নামে সাগর তোলে ঢেউ
কার কথাতে জীবন মরণ বলতে পার কেউ?

কার কথাতে নদীর পানি বইছে অবিরাম
কোকিল কুহু মিষ্টি সুরে জপছে বা কার নাম
কার ইশারায় প্রভাত বেলায় সূয্যি পূর্বে ওঠে
কার ইশারায় সাগর পানে নদীরা সব ছোটে?

কার দয়াতে প্রাণের মেলায় পূর্ণ হলো ধরা
কার দানে এই বিশ্ব জগত নিপুণ মনহরা
কার হুকুমে চলছে সকল কোন সে মহীয়ান
জানি জানি এসব কিছু আল্লাহ্ তা‘লার দান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *