গান: একি অপরূপ সুষমায় আমার মন ভরেছ তুমি
কথা ও সুর: সংগ্রহ

একি অপরূপ সুষমায় আমার মন ভরেছ তুমি
আমার সোনার দেশ প্রিয় জন্মভূমি ॥

আমি অবাক হয়ে তাকিয়ে দেখি মন্ত্রমুগ্ধের মত
তোমায় নিয়ে ঝরে যায় মোর বুকের ব্যথা যত
তোমায় নিয়ে গল্প লিখি কাব্য লিখি আমি ॥

রূপের রাণী বাংলা তোমার পল্লী সুখের ছায়ায়
তারে নিয়ে শান্তি পাই গো ঘাসের গালিচায়
শাপলা শালুক গন্ধ কুড়াই দীঘির জলে নামি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *