গান: এক যে ছিল বীর নামটি তিতুমীর
কথা: সাজজাদ হোসাইন খান
সুর: সাইফুল্লাহ মানছুর

এক যে ছিল বীর নামটি তিতুমীর
বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জির ॥

করতো লড়াই হেসে দেশকে ভালবেসে
রক্ত ঢেলে ঢেলে হোক না মরণ শেষে ॥

বাপের ভিটা ঘর দেখ হাজার চর
দস্যু ডাকু মিলে সব করেছে পর ॥

নিজের জমাজমি আরো দোকান খনি
এখন যেন সব বাঁশে রাখা মনি ॥

ভাবতো বসে তিতু সোনার বরণ ঋতু
আনবো আবার কেড়ে এইটুকু নয় ভীতু ॥

যেইবা বাঁশের ভার খুলল বাহুর দ্বার
আগুন ঝরা রাতে কাঁপলো যেদিন রাত ॥

দুর্গ বাঁশের ঘরে ভীষণ লড়ে লড়ে
বীর সে তিতুমীর গোলাপ হয়ে লড়ে ॥

শহীদ তিতুমীর আকাশ ছোঁয়া বীর
বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জির ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *