এখানে কি কেউ নেই
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

এখানে কি কেউ নেই
খোদার রঙে জীবনকে রাঙাবার
এখানে কি কেউ নেই
খোদার রাহে জীবনকে বিলাবার ॥

এখানে কি নেই খালিদের মত কেউ
এখানে কি নেই সালাদ্দীন সম কেউ
এখানে কি নেই তারিকের মত কেউ
এই দুর্দিনে অভিযান চালাবার ॥

ঐ তো কাফেলা মদিনার পথে চলেছে দুর্নিবার
ঐ তো নকিব হেঁটে যায় শোন আল্লাহু আকবার।
এখানে কি নেই খাবাবের মত কেউ
এখানে কি নেই হামজার/মাদানীর মত কেউ
এখানে কি নেই মালেকের মত কেউ
এই দুর্দিনে অভিযান চালাবার ॥