এত শহীদ রক্ত ঢালে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না
এত চোখের অশ্রু ঝরে তবু কেন
তোমার পাষাণ হৃদয় গলে না (হায়) ॥
এত জুলুম চতুর্দিকে থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায় শোক বিহ্বল স্বপ্নহীন
এই অসহায় কালবেলাতে তবু কেন
তোমার ঈমান দ্বিগুণ জ্বলে না (হায়) ॥
কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
অঙ্গিনাতে হাঁটছে আজ।
শান্তিপ্রিয় মানুষ যখন স্বস্তিহারা শংকাকুল
তখনও কি দৃষ্টি তোমার অন্ধকারে বদ্ধমূল
তখনও কি আলোর দিকে দুঃসাহসে
তোমার দৃপ্ত কদম চলে না (হায়) ॥