গান: এলোমেলো মন আজ
কথা ও সুর: মোজাহিদুল ইসলাম

এলোমেলো মন আজ
খোঁজে নতুন আকাশ
হয়েছে আনমন মৃদু শিহরণ
পায় না সুখের আভাস
চল না এগিয়ে যাই
মনকে রেখে আসি সুখের সীমানায় ॥

একঘেঁয়ে সংসার
আসে না যেন প্রভাত
ভুলে গেছি কবে
দেখেছি পূর্ণিমা রাত
রেখে এ সংসার হাতে রাখো হাত
চল না এগিয়ে যাই
মন যেন আজ রয় না বন্ধু
মনেরই আঙিনায় ॥

বসন্তেরই বাতাস
বয়ে যাক চিরকাল
মনের দুঃখটা আজ
হোক না মনের আড়াল
হৃদয় বাঁধন হোক না আপন
চল না এগিয়ে যাই
আমায় রেখেই মন ছুটেছে
মনেরই ঠিকানায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *