গান: এলো আবার ঈদ ফিরে
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

এলো আবার ঈদ ফিরে
এলো আবার ঈদ
চলো ঈদগাহে
যার আশায় চোখে মোদের
ছিল না রে নিদ ॥

শিয়া সুন্নি লা-মাজহাবী এক জামাতে
এই ঈদ মোবারকে মিলিবে একসাথে
ভাই পাবে ভাইকে বুকে
হাত মিলাবে হাতে
আজ এক আকাশের নিচে মোদের
কই সে মাসজিদ ॥

ঈদ এনেছে দুনিয়াতে শিরনী বেহেস্তি
দুশমনে আজ গলায় ধরে পাতাবো ভাই দোস্তি
যাকাত দেবো ভোগ বিলাস আজ
গোস্বা বাদ মাস্তি
প্রাণের শতরঞ্জি ভরে
বিলাবো তৌহিদ ॥

আজিকার এই ঈদেও খুশি বিলাবো সকলে
আজের মত সবার সাথে মিলবো গলে গলে
আজের মত জীবন পথে
চলবো দলে দলে
প্রীতি দিয়ে বিশ্ব নিখিল
করবো রে মুরিদ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *