গান: এলো এলো মাহে রমজান
কথা: ফেরদৌস
সুর: জাফর সাদেক


এলো এলো মাহে রমজান
একটি বছর পরে সবার দ্বারে দ্বারে
রহমতেরই নিয়ে ফরমান ॥

ভোর রাতে সেহেরী খেয়ে রোজায় কাটে সারাদিন
দিনের শেষে খুশি মনে ইফতার করে যে মুমিন
মহান প্রভু দেবে নিশ্চয়
এই রোজার প্রতিদান ॥

এশার নামাজ আদায় করে তারাবিতে যায় সবে মন
খোদার কাছে দু’হাত তুলে ক্ষমা চেয়ে নেয় প্রতিজন
চোখের পানি ঝরার আগেই
মাফ করেন রহমান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *