গান: এসো এসো এসো এই পথে সব
কথা: খাদিজা আক্তার রেজায়ী
সুর: মশিউর রহমান
এসো এসো এসো এই পথে সব
এ যে কোরআনেরই পথ
কোরআনের কথা বলে আল্লাহর দল
এই দলে যারা চলে তারাই সফল
এই পথে এত বাধা ছিল না জানা
আল্লাহুম্মা ইয়াস্সিরলানা উমরানা ॥
ইসলামী হুকুমাত চায় না যারা
কলুষতা অনাচার ছড়ায় তারা
যতই যাতনা আসে সয়ে যায় অনায়াসে
ভয় নেই জীবনের দিতে জরিমানা ॥
আল্লাহর বাণী এই পাক কোরআন
আমরা জীবন দিয়ে রাখি তার মান
আর নয় হানাহানি শান্তি যে চাই
সত্য ন্যয়ের কথা তাদের শোনাই
দুর্বল ভীরু নই গাজী বা শহীদ হই
জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা ॥