গান: এসো সবে স্বাধীনতার
কথা: আসাদ বিন হাফিজ
সুর: মশিউর রহমান
এসো সবে স্বাধীনতার বিজয়ের গান গাই
বনের পশু পাখ-পাখালি কেউ যা ছাড়ে নাই।
আমার কথা আমার মত পরাণ খুলে বলব
আমার পথে আপন মনে স্বাধীনভাবে চলবো
সকল যুগের সব মানুষের এটা চির কামনা
দোহাই তোমার এই কামনায় বাধা দিও না
এতে বাধা দিয়ে কেউ তো রেহাই পায় না।
আমার মনের কথা আমি পরাণ খুলে বলবো
বিশ্বজাহান ঘুরে আমি হাজার পড়া শিখবো
বাসবো ভাল আকাশ নদী পাখির কলরব
বাসবো ভাল সৃষ্টি সকল ছোট বড় সব
তাতে যদি বাধ সাধো হায় বাঁচার উপায় নাই।