গান: এ যে মাহে রমজান
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তাফাজ্জল হোসাইন খান
এ যে মাহে রমজান
রহমতের দরিয়া
এই দরিয়ায় কাট রে সাঁতার
গুনাহ যাবে ঝরিয়া ॥
নতুন চাঁদের আগমনে
উঠলো প্রেমের আয়োজনে
আকাশ বাতাস নিখিল ভুবন
সবই গেলো ভরিয়া ॥
ক্ষমা পাবার এমন সুযোগ
ছাড়িস নে তুই ভুলে
আজ আছিস কাল থাকবি না হায়
যেতে হবে ওই কূলে ॥
ধরার হাটে আলোর খেলা
ফুল ফসলে বসলো মেলা
কাফের বেহুঁশ ঘুমাস নে আর
কর সাধনা মরিয়া ॥