গান: ঐ চাঁদ প্রতিদিন
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

ঐ চাঁদ প্রতিদিন
আলো দেয় আপন মনে
ও পাখি হৃদয়ে
কার সুর দিয়ে যায় ॥

সবই তোমার দান
এ নদী ঐ যে আকাশ
ফুল পাখি তরুলতা
কিংবা শীতল বাতাস
কার বিরহে ঝর্ণা কাঁদে
সঙ্গোপনে ॥

তোমারই মহিমায়
ফুলে ফুলে ঐ যে ভ্রমর
গুনগুন গান গায়
জানায় নতুন খবর
কার হুকুমে বৃষ্টি ঝরে
মাটির সনে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *