গান: ওদের অপরাধ আর কিছু নয়
কথা ও সুর: আকরাম মুজাহিদ
ওদের অপরাধ আর কিছু নয়
মুসলিম শুধু পরিচয়
শহীদে শহীদে আজ জনপদ ক্ষয় ॥
সারাটা পৃথিবী জুড়ে রক্ত নদী
মায়ের কান্না কত শুনবে বিধি
ব্যথায় ব্যথায় মন অশ্রু ঝরায়
হে প্রভু ধর আজ তব করুণায় ॥
যারা শুধু খুঁজে ফেরে
প্রভুর খুশি
দুঃখ যাতনা সয়েও
বিলায় হাসি।
আরো যত প্রাণ চাও নিয়েও তবু
কোরআনের সে সমাজ দাও হে প্রভু
রক্ত ঝরেও যদি আসে বিজয়
ঝরুক রক্ত তবু আসুক বিজয় ॥