গান: ওদের পানে ফিরে তাকালে
কথা ও সুর: শফিক আদনান
ওদের পানে ফিরে তাকালে
ঈদের খুশি কভু নাহি মিলে
যারা পায় না খেতে
এক মুঠো ভাত
যায় না দিনগুলো হেসে খেলে।
নতুন জামা গায় দিয়ে যখন
ফিরনি পায়েশে থাকি মেতে
ডাস্টবিনের ঐ খাবার ওদের
ঈদের দিনেও হয় খেতে
কেন মানুষে মানুষে তবে হয় ভেদাভেদ
গানে গানে যাই তা বলে।
নিঃস্ব অসহায় মানুষ ওরা
নেই কেউ পাশে দাঁড়াবার
ঈদের দিনে তাদের মুখে
নেই কি কেউ হাসি ফোটাবার
আজ ভেদাভেদ ভুলে যাই ধনী গরিবের
দোয়া করি দু’হাত তুলে।