গান: ওয়া’তাসিমু বি হাবলিল্লাহি জামিয়াও
কথা ও সুর: আবুল কাশেম
ওয়া’তাসিমু বি হাবলিল্লাহি জামিয়াও
ওয়ালা তাফাররাকু
তোমরা আল্লার রুজ্জুকে শক্তভাবে
সবাই আঁকড়ে ধর
দলাদলি করো না
আল্লার অনুগ্রহ স্মরণ কর ॥
তোমরা তো পরস্পরের দুশমন ছিলে
অগ্নিকুণ্ডের পাড়ে তোমরা দাঁড়িয়েছিলে
আল্লাহ তায়ালার মেহেরবানীতে
আল্লাহ তায়ালার অনুগ্রহে
দুশমন থেকে ভাই হয়ে গেলে
আগুন থেকে রেহাই পেলে
সেই অনুগ্রহ স্মরণ কর ॥
মুসলমান আজ দলে দলে বিছিন্ন তাই
নির্যাতিত নিপীড়িত দুঃখের সীমা নাই।
তোমরা তো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি
দিক বিদিকে ছিল কত যশ খ্যাতি
যতদিন আল কুরআনকে মিলেমিশে ধারণ করবে
ততদিন উন্নত রবে
সুখ-শান্তি সমৃদ্ধি পাবে
বিশ্ব মুসলিম ঐক্য গড়
আল্লাহর অনুগ্রহ স্মরণ কর ॥