গান: ওরে বাংলার মুসলিম তোরা কাঁদ
কথা: কাজী নজরুল ইসলাম
সুর: ইকবাল হুসাইন
ওরে বাংলার মুসলিম তোরা কাঁদ
এনেছে এজীদি বিদ্বেষ পুনঃ
মহররমের চাঁদ ॥
এসেছে সীমার
এসেছে কুফার বিশ্বাসঘাতকতা
ত্যাগের ধর্মে এসেছে লোভের
প্রবল নির্মমতা
মুসলিমে মুসলিমে আনিয়াছে
বিদ্বেষের বিষাদ ॥
একদিকে মাতা ফাতিমার
বীর দুলাল হোসেনী সেনা
আর দিকে যত তখত বিলাসী
লোভী এজীদের কেনা।
ঐক্য যে ইসলামের লক্ষ্য
এরা তাহা দেয় ভেঙে
ফোরাত নদীর কূল যুগে যুগে
রক্তে উঠেছে রেঙে
এরা ইসলামী সাম্যবাদের
করিয়াছে খানখান ॥