গান: ও জনগণ জাতিসংঘকে কবর দাও
কথা ও সুর: সংগ্রহ
ও জনগণ
জাতিসংঘকে কবর দাও
এটার তো নেই প্রয়োজন
কিছু পারে না (হায় হায়)
করে না পারে না
মোদের এই গর্বের ধন ॥
জাতিসংঘ বুশের বিবি
হায় হায় হায়
প্রাণ চলে যায়
বুশের কথায় উঠে বসে
এই লজ্জা রাখি কোথায়
বুশের কাছে আয় না ওরে
আয় না ওরে ঘোমটা পরে
তুই যে তার বড়ই আপন ॥
জাতিসংঘ তোমার গলে
নাও নাও নাও
জুতার মালা পরে
পালকি চড়ে বউ সাজবে যে
নেবে তুলে তার ঘরে
নিন্দা জানায় বিশ্ববাসী
বিশ্ববাসী চায় না তোকে
তুই যে তার বড়ই আপন ॥