গান: ও মন আমার সাগরে কেন
কথা: নুরুজ্জামান নুর
সুর: শরীফ মো: ফয়সাল
ও মন আমার সাগরে কেন
জোয়ার আসে না
আমার নদীতে কেন
পাল তোলা নাও নেই ॥
আমার উঠোন জুড়ে কেন রে আজ
শ্বেত কপোতের মেলা বসে না
ভাঙা বেড়ার ফাঁক দিয়ে
আগের মত আলো আসে না
আমার নবান্নরা কই হারালো
পূর্ণতার আগে ॥
সবার আকাশ ভরা পালকি তারা
মায়াময়ী জোৎনা মাখা রাত
অমাবশ্যার আঁধার আমার
কাটল না আর হইল না প্রভাত
আমার ফুল কুঁড়িরা কেন ঝইরা যায়
পূর্ণতার আগে ॥