গান: ও মাঝি ভাই যাও রে কোথায়
কথা: কে এম মনির হোসাইন
সুর: তাফাজ্জল হোসাইন খান


ও মাঝি ভাই যাও রে কোথায়
পাল তোলা নাও বাইয়া
আল্লাহ আল্লাহ জিকির করো
ভাটির সুরে গাইয়া
মাঝি যাও রে তরী বাইয়া ॥

ঝড় তুফানে খোদায় স্মরে
টানো বৈঠা দ্বিগুণ জোরে
আল্লাহু হেইয়াহো আল্লাহু হেইয়াহো
ভাটির সুরে সুর তরঙ্গ
নাচে রে বেভুল হইয়া ॥

ভয় কি রে তোর বৈঠা নে রে
জীবন মরণ খোদার তরে
আল্লাহু হেইয়াহো আল্লাহু হেইয়াহো
ভবের খেলায় সেই সে তরী
আমি হবো নাইয়া ॥

সারা জীবন তুই রে মাঝি
হারলি না তুই রইলি গাজী
আল্লাহু হেইয়াহো আল্লাহু হেইয়াহো
বীরের মতো নাও যে টানো
বৈঠা হাতে লইয়া ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *