গান: কও তো দেখি সবচে’ বড়
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
কও তো দেখি সবচে’ বড়
বন্ধু তোমার কে
যার সাথে ভাব সবচে’ বেশি
সেই কী আসলে ॥
নাকি তোমার ক্লাসের বন্ধু বড়
যার সাথে রোজ স্কুলে যাও
টিফিন খেলে ভাগ করে খাও
এক সাথে যোগ বিয়োগ গুণ কর
সেই কি তোমার বন্ধু সবচে’ বড় ॥
নাকি বন্ধু সবচে’ সেই সেরা
বিকেল হলেই খুঁজতে থাক
নিত্য যাকে খেলতে ডাক
গলায় গলায় ভাব আর চলাফেরা ॥
নাকি তোমার গাঁয়ের বন্ধু বড়
দাদুর বাড়ি যাও যখনি
সামনে তাকে পাও তখনি
এক ছুটে ঠিক দু’জন গাছে চড়
সেই কি তোমার বন্ধু সবচে’ বড় ॥
ঠিক করে কও সবচে’ বড়
বন্ধু তোমার কে
সকল কাজে সহায়তা
দেয় কে তোমাকে
পারলে নাতো খেয়াল কর তবে।
সবচে’ বড় বন্ধু হল জ্ঞান
লেখাপড়াই সেই সে জ্ঞানের প্রাণ
জ্ঞানই সারা জীবন সঙ্গে রবে।
এই দুনিয়ায় যখন যেথায় যাবে
পাও বা না পাও বন্ধু কোন
জ্ঞানই সত্যি বলছি শোন
জ্ঞানের দু’হাত আগেই সে বাড়াবে
জ্ঞান আছে যার সেইতো সবচে’ ধনি
সেই চিনেছে শিক্ষা কী যে
সেই চিনেছে নিজকে নিজে
সেই চিনেছে আল্লাহ কাদের গণি ॥