গান: কখন কে যে হারিয়ে যাবা
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান
কখন কে যে হারিয়ে যাবা
কেউ তো জানবে না রে মানুষ
এই আছো এই নেই তবুও
কিছুই মানলি না রে মানুষ ॥
পয়সা মারো মারো টাকা
পরের তহবিল করে ফাঁকা
সুদ খাও ঘুষ খাও জন্মের খাওয়া
যার কাছে যা যায় রে পাওয়া
ইচ্ছে করে লম্বা লোভের
লাগাম টানলি না রে মানুষ ॥
যা করো তার জবাব দেয়ার
ভাবনা ভাবলি না
পাপের অনুতাপে হায় রে
একটু কাঁদলি না।
লাজ শরমের খেয়ে মাথা
দাও যে ধোঁকা যথাতথা
ছলবল কলবল কল কৌশল
সবটুক মাখন নাও রে তুলে
জেনে শুনে ধ্বংসের বুকে
আঘাত হানলি না রে মানুষ ॥