গান: কাইন্দোনা মা জননী গো
কথা: আসাদ বিন হাফিজ
সুর: গোলাম মাওলা
কাইন্দোনা মা জননী গো
কাইন্দা কী আর হয়
তোমার ছেলে মরেনি মা
এরেই শহীদ কয় ॥
এমন মরণ কত জনাই চায়
ভাগ্যবানে এমন মরণ পায়
শহীদরা তো মরে না মা
আল কুরআনে কয় ॥
উঠলে সুরুজ ডুবে মা গো
রোজই সন্ধ্যেবেলা
এই দুনিয়ার জীবন তো মা
দু’দিনেরই খেলা।
আজ না হয় কাল যেতে হবে
কান্দো কেন মাগো তবে
কাশেমের মা’র মতো তুমি
হালিমের মা’র মতো তুমি
শোককে করো জয় ॥