গান: কারবালাতে রক্তভেজা
কথা ও সুর: সংগ্রহ
কারবালাতে রক্তভেজা
হারায় কত প্রাণ
স্বজন হারার বিলাপ শুনে
কাঁদে যে আসমান ॥
হায়নাদের ঐ সারি সারি
ট্যাঙ্ক বহরের চাকা
সেই চাকারই তলায় কত
ছোট্ট শিশু ঢাকা
বোমায় বোমায় বসতভিটা
হলো যে খান খান ॥
জীবন নিয়ে এ কোন খেলা
এ কোন ভয়ংকর
বুশ ব্লেয়ারের কা- দেখে
কাঁদে যে অন্তর
আবাবিলের দলটি আবার
পাঠাও গো রহমান ॥
কত মায়ের আহাজারি
ছেলে হারার দুখে
মা বাপ হারা কত শিশু
জ্বলছে আগুন বুকে
কোথায় আছো ওগো প্রভু
কর মদদ দান ॥
মজলুমের ওই বিলাপ শুনে
কাঁদে আকাশ তারা
গৃহহারা মানুষ ওগো
সবাই পাগলপারা
আর কত চাও রক্ত খোদা
আর কত চাও জান ॥