গান: কিসের বিভেদ গড় তোমরা
কথা ও সুর: আহমদ নাসিমুল হুদা নওশাদ

কিসের বিভেদ গড় তোমরা
মাটির দুনিয়ায়
সাদা মানুষ কালা মানুষ
জাত বিজাতের সীমা টানো
মিছা বাহানায় ॥

একই আকাশ একই মাটি
হোক না ভিন্ন বসত বাটি
একই বাতাস আলো জ্বলে
জনম কাইটা যায়
মনের দুঃখে কারও কান্না
না হয় পানি হইত পান্না
থাকতো কথা তাই ॥
জনম যেমন মায়ের কোলে

দুলছো না হয় সুখের দোলে
মারে ডাকি কান্না হাসি
ভিন্ন বলতো না
মরণ শেষে সবই ফেলে
মিশবো সবাই মাটির ধূলে
ভিন্ন গতি নাই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *