গান: কী বিপুল সৃষ্টি তোমার
কথা: নুরুল আলম রইসি
সুর: মোঃ আমিনুল ইসলাম
কী বিপুল সৃষ্টি তোমার
দেখে নয়ন মুগ্ধ হলো
যা দিয়েছো তাই তো অনেক
কী আর আমি চাইবো বলো ॥
সেরা জনম মানব জীবন পেয়ে আমি ধন্য হলাম
আলো বায়ু অন্ন পানি ভালোবাসা অনেক পেলাম
আমার চাওয়া পাওয়ার সকল ফসল
তোমার কাছে জমা র’লো।
অনুভবে তোমায় পাইয়া
ধন্য হলো আমার হিয়া।
জীবন পথে চলছি আমি তোমার ইশারাতে
রোজ হাশরে ধন্য করো তোমার পুণ্য দিদারেতে
আমি চাই না কিছু তোমায় ছাড়া
দাও মনে দাও সে আলো ॥