কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে
কী হবে জীবন থেকে চুপিসারে পালিয়ে গিয়ে ॥
দু’চোখে আঁধার নামে রাত্রি এলে
সে আঁধার তাড়িয়ে দিও সূর্য জ্বেলে
কী হবে দুঃখগুলো নতুন করে ঝালিয়ে নিয়ে
কী হবে স্বপ্নগুলো ইচ্ছে মতো জ্বালিয়ে দিয়ে ॥
কী হবে আশার প্রদীপ নিভিয়ে দিয়ে
কী হবে মনমাঝিকে পথের মাঝে ডুবিয়ে দিয়ে।
হৃদয়ে আঘাত লেগে রক্ত ঝরে
সে আঘাত মাড়িয়ে যেও অকাতরে
কী হবে দুঃখগুলো নতুন করে ঝালিয়ে নিয়ে
কী হবে স্বপ্নগুলো ইচ্ছে মতো জ্বালিয়ে দিয়ে ॥