গান: কুরআনের অমিয় সুধা পিয়ে
কথা: আবু তাহের বেলাল
সুর: আমিনুল ইসলাম


কুরআনের অমিয় সুধা পিয়ে
আর কিছুতেই ভরে না
ভরে না তো এই মন
হে খোদা দয়াময় সেই সে সুধা
পাই যেন সারাটি জীবন ॥

ওমরের মন গলে গেল যেই বাণীতে
অনাবিল সেই বাণী দাও তুমি জানিতে
খালিদের প্রেরণা দাও এ বুকে
দাও তুমি মুয়াজের সেই পণ ॥

দিশাহীন কোন আঁধারে বেদনার পাথরে
যতবার আলেয়া পিছু নেয় আমারে
খাব্বাবের ইতিহাস মনে হয় ততবার
বেলালের কাহিনী ডেকে যায় অনিবার
আবুজর হানজালা মনের বাঁকে
জেগে যেন রয় অনুক্ষণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *