গান: কুরবানী দাও কুরবানী হুকুম
কথা: আবুল হোসাইন মাহমুদ
সুর: হাফেজ বিলাল হোসাইন
কুরবানী দাও কুরবানী হুকুম মানো কুরআনী
রক্ত এবং মাংস তো নয় আজ তাকওয়ার দিন জানি ॥
ইবরাহীমের মতো ঈমান সাহস রাখো সবখানে
চাইলে সবই দিতে পারো সেই ঈমানের জোর টানে
খোদার পথে দাও বিলিয়ে সবই খোদার তা জানি ॥
পশু জবাই দিয়ে করো মনের পশু জবাই
ঈদুজ্জোহার রহস্যটা জেনে রেখো সবাই।
খোদার দীনের পথে তুমি যেমনি এগিয়ে যাবে
খোদার দয়া তোমার উপর পড়বে জেনো সেইভাবে
স্মরণ রেখো চলতে পথে খোদার দেয়া সেই বাণী ॥